তাকেই খুঁজি (পর্ব-০২)

শামীনুল হক হীরা ২৫ আগস্ট ২০২০, মঙ্গলবার, ০৫:০০:০৪অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!
যার কাছে দেশের মাটি দেশের মানুষ ছিল-
দুই নয়নের মণি,
স্বপ্ন ছিল শুধুমাত্র একটাই বিশ্বের চোখে-
দেশ হবে সোনার খনি।
তাকেই খুঁজি যার সারা বুক ভরা ছিল স্বপ্ন-
মায়াময় চোখে দেশের নগণ্য কিছুও
ছিল মহা মূল্যবান,
নিজের জীবনটাই ছিল তার কাছে তুচ্ছ-
তাই কাছের প্রিয় মানুষেরাই
নিতে পারলো প্রাণ।
তাকেই খুঁজি যার অন্তর জুড়ে দৃঢ় বিশ্বাস-
অবলীলায় মুখ থেকে বেরিয়ে আসে
"বাংলার মানুষকে দাবায়ে রাখতে পারবানা"
ঠিকই পারেনি আর কখনো পারবেও না।
যার বাণী সারা বাংলার দিকে দিকে ছড়ানো-
আমি তাকেই খুঁজি,আমি তাকেই খুঁজি!!!

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ