তাঁকেই খুঁজি (মুুজিব পর্ব-৪০)

শামীনুল হক হীরা ১৫ নভেম্বর ২০২০, রবিবার, ০৯:৫৩:০৮অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যাঁর লড়াকু মনোভাব আর বুদ্ধিদীপ্ত নেতৃত্বের
গুণে শুরু থেকেই যাত্রা হয়েছিল নতুন
এক বাংলাদেশের,
যাঁর অসীম সাহসিকতায় যুদ্ধ বিধ্বস্ত দেশের
সাতকোটি মানুষ শূন্য হাতেও দেখেছিল
সামনে যাবার স্বপ্ন।
যে ছিল কোটি কোটি জনতার প্রেরণার উৎস
সৈয়দ শামসুল হক যাকে নিয়ে লিখেছেন-
"তাঁরই ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি-চোখে নীলাকাশ,বুকে বিশ্বাস,পায়ে উর্বর পলি"।

তাঁকেই খুঁজি যাঁর বিশ্বাস ছিল একদিন বিশ্ব
দরবারে এই বাংলাদেশ মাথা উঁচু
করে দাঁড়াবে,
যাঁর বিশ্বাস ছিল শূন্য হাতেও যাঁরা মুক্তি
সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারে তারা
ঘুরে দাঁড়াবেই।
সেই দৃঢ় বিশ্বাস নিয়েই শুনিয়েছিল যে অমর
বাণী-" ইনশাআল্লাহ,বাংলাদেশ আজকের
বাংলাদেশ থাকবেনা"।
যাঁর সেই অমর বাণীই অবশেষে হল সত্যি।
যে সেই বিশ্বাসী মনের শ্রেষ্ট রাজার রাজা
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ