তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৪৯)

শামীনুল হক হীরা ৩০ নভেম্বর ২০২০, সোমবার, ১০:১২:৫৪অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যাঁর বিরহে বাংলার মাটি করে হাহাকার,
যাঁর আদর্শে মিশে গিয়ে হলাম একাকার।
সত্যিকারের দেশপ্রেমিরা নিঃস্ব যাকে ছাড়া,
যাঁর প্রেমেতে আজ আমি হলাম দিশেহারা।
যাকে নিয়ে সুফিয়া কামাল লিখেছেন-
"হেরিতে এখনও মানব হৃদয়ে তোমার
আসন পাতা/এখনও মানুষ স্মরিছে তোমারে
মাতা-পিতা-বোন-ভ্রাতা।

তাঁকেই খুঁজি যাঁর শূন্যতায় মন পাগলপারা,
যাঁর শূন্যতায় নিভে গেছে বাংলার সব তারা,
বাংলাদেশকে ভাবতে পারিনা যাকে ছাড়া।
ফাঁসির মঞ্চের সামনে যে বলতে পারে-
"বাঙ্গালি আমার জাতি,বাংলা আমার ভাষা,
বাংলার মাটি আমার স্থান"।
যে সেই বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ