তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৪৫)

শামীনুল হক হীরা ২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ০৭:৫৭:২২পূর্বাহ্ন কবিতা ৫ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
গরীব কৃষকের সোনালী ফসলের মাঝে,
সব শ্রেণির প্রতিটি বইয়ের পাতার ভাঁজে।
প্রতিটি শ্রমিক মজুরের পরিশ্রমের মাঝে,
এই স্বাধীন বাংলাদেশের মাটির মাঝে।
যাকে নিয়ে রফিক আজাদ লিখেছেন-
"এদেশেরই ধূলিকণায় অঝর ধারায় থাকবে
যে নাম বহমান/প্রিয় সে মুখ আর কেউ নয়
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান"।

তাঁকেই খুঁজি যাঁর গর্ব হত বাঙালি পরিচয়ে,
যাঁর মন প্রাণ মিশে যেত বাঙালির সাথে।
যাঁর জীবন ধন্য দেশকে স্বাধীন রাষ্ট্র করে,
যাঁর জীবন ধন্য মানুষের অধিকার ফিরিয়ে।
দেশকে ভালবেসে যাঁর স্পষ্ট বাণী-
"আমি যদি ভুলে যাই আমি বাঙালী,
সেদিন আমি শেষ হয়ে যাবো"।
যে ছিল সেই বাংলার একমাত্র মহাসম্রাট
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ