তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৩৪)

শামীনুল হক হীরা ৬ নভেম্বর ২০২০, শুক্রবার, ০২:২০:৫৬অপরাহ্ন কবিতা ১ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
ধবধবে সাদা পাঞ্জাবী আর মোটা কালো
ফ্রেমের চশমার আড়ালে,
উল্টো সিঁথিতে তামাকের পাইপ হাতে
বজ্র কন্ঠের কেউ সামনে দাঁড়ালে।
হৃদয় কাড়া প্রকৃত প্রেম ভালবাসার মাঝে।
অন্যায় বিরুদ্ধে সত্য সংগ্রামের মাঝে।
যাকে নিয়ে কবি নির্মলেন্দু গুণ লিখেছেন-
"আমি জানি,সংগ্রামই সত্য,সংগ্রামই সুন্দর।
প্রেম, সেও এক সংগ্রাম"।

তাঁকেই খুঁজি যে পরাধীনতার পিঞ্জিরা থেকে
মুক্ত করেছিল বাঙালি জাতিকে।
বাংলাদেশকে ছিনিয়েছিল বিশ্ব দরবারে।
যেখানে হায়েনারা বলেছিল বাঙালি স্বধীনতা
রক্ষা করতে পারবেনা,
শত্রুর থেকে স্বাধীনতা ছিনিয়ে এনে বুলেট
গতিতে শুনিয়েছিল যে অমর বাণী-
"ইনশাআল্লাহ,বাংলার স্বাধীনতা রক্ষা হয়েছে
বাংলার লোক স্বাধীন হয়েছে।
বাংলার পতাকা দুনিয়ায় উড়ে"।
যে সেই সত্য সুন্দর খাঁটি সংগ্রামী প্রেমিক
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

একটি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ