তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-৩১)

শামীনুল হক হীরা ২ নভেম্বর ২০২০, সোমবার, ০১:০১:৫৩অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যাকে নিয়ে লিখতে শুরু করলে লেখার
হয়না কখনো শেষ,
যাকে নিয়ে ভাবতে শুরু করলে ভাবনার
রয়ে যায় যে রেশ।
বাংলাদেশের প্রাণ ভোমরা যে,
বাংলার আকাশে বাতাশে মিশে আছে যে,
রাজনীতিতে এক বিষ্ময়কর ব্যাক্তি যে,
যাকে নিয়ে নিউজ উইক এক বাক্যে
আখ্যা দিয়েছে-"পোয়েট অফ পলিটিক্স"।

তাঁকেই খুঁজি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী
হয়েও দুর্বলের পক্ষে যাঁর অবস্থান,
সততা দিয়ে নিপিড়ীত মানুষের বুকে যে
করে নিয়েছিল স্থান।
সাহস দিয়ে বিশ্ব মানচিত্রে বাড়িয়েছিল যে
নিজ দেশের সম্মান।
যাঁর একদম স্পষ্ট বাণী-"বিশ্ব দুই শিবিরে
বিভক্ত-শোষক আর শোষিত,
আমি শোষিতের পক্ষে"।
যে সেই সৎ আদর্শের নীতিবান যোদ্ধা
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ