তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-২০)

শামীনুল হক হীরা ১১ অক্টোবর ২০২০, রবিবার, ০৭:৫৮:৩৯পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
দেশের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধীর চক্রান্ত
বুঝতে পেরে শত্রুর সামনে যে আগ্নেয়গিরির
দাবানলের মত জ্বলে উঠেছিল,
যার বজ্র কন্ঠের প্রতিটি শব্দের তেজ শিখা
দেশদ্রোহীদের বুকে বিষাক্ত তীর হয়ে
বিদ্যুত বেগে বিদ্ধ হয়েছিল।
যার সাহসীকতায় মুগ্ধ ছিল বিশ্ব নেতারাও।
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী তো
বলেছেনই এক বাক্যে-
"বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ সাহসী নেতা"।

তাঁকেই খুঁজি লাখো লাখো জনতার সামনে
আক্ষেপের কথাগুলিও সাহসী কন্ঠে বলেন-
" ১৯৫২ সালে রক্ত দিয়েছি,
১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করেও
আমরা গদিতে বসতে পারি নাই।
১৯৫৮ সালে আইয়ুব খান মার্শাল ল' জারি
করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম
করে রেখেছে"।
যে সেই স্পষ্টভাষী লড়াকু বীর সৈনিক
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ