তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-২৯)

শামীনুল হক হীরা ২৮ অক্টোবর ২০২০, বুধবার, ০৫:২৮:৪২পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যাঁর বুদ্ধিমত্তা আর অসীম সাহসিকতার গুণে
বাঙালি জাতি সম্পূর্ণ নতুন রূপে
ফিরে পেয়েছিল প্রাণ,
যাঁর মনোমুগ্ধকর প্রয়াসে সারা বাংলায়
ছড়িয়েছিল নবীন মিষ্টি ফুলের ঘ্রাণ।
প্রমানিত হুমায়ুন আজাদের সেই অমর বাণী-
"একাত্তরের মার্চে শেখ মুজিব
সৃষ্টি করেছিলো শুভ দাবানল,শুভ প্লাবন,
শুভ আগ্নেয়গিরি,নতুনভাবে সৃষ্টি করেছিলেন
বাঙালি মুসলমানকে,যার ফলে
আমরা স্বাধীন হয়েছিলাম"।

 

 

তাঁকেই খুঁজি গরীব অসহায়দের ভালবাসায়
পরিপূর্ণ তৃপ্তি পেত যাঁর মন,
আল্লাহর প্রতি অটুট বিশ্বাস আর মানুষের
ভালবাসায় কাটতো যাঁর প্রতিক্ষণ।
গরীবের উপর অত্যাচার দেখলে কেঁপে
উঠতো যাঁর বুক।
যাঁর অমূল্য স্পষ্ট বাণী-"গরীবের উপর
অত্যাচার করলে আল্লাহর কাছে তার
জবাব দিতে হবে"
যে সেই বিশ্বাসী স্পষ্টভাষী অমর নায়ক
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ