তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-১৯)

শামীনুল হক হীরা ৯ অক্টোবর ২০২০, শুক্রবার, ০২:৩২:৪২অপরাহ্ন কবিতা ২ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যার হাঁটার মাঝেও দৃষ্টি থাকতো সদা
সাধারণ মানুষের দিকে,
অসহায় গরীব দুঃখীদের কথা সারাক্ষণই
নিতো মনের মাঝে লিখে।
একটি মানুষ কিন্তু ছিল সারা বাঙ্গালি জাতির
প্রখ্যাত মিশরীয় সাংবাদিক মোহাম্মদ
হাসনাইন হাইকল তো বলেছেনই-
"শেখ মুজিবর রহমান শুধু বাংলাদেশের
সম্পত্তি নন,
তিনি সমগ্র বাঙালির মুক্তির অগ্রদূত"।

তাঁকেই খুঁজি যে মহামানব অবুঝ শিশু থেকে
শুরু করে বৃদ্ধেরও দুঃখ দুর্দশার কথা
সহজেই বুঝত।
বাংলার সাধারণ মানুষের মনের ভাবটাও
জনসম্মূখে প্রকাশ করে দিতে পারে যে-
"বাংলার মানুষ মুক্তি চায়,
বাংলার মানুষ বাঁচতে চায়, 
বাংলার মানুষ তারা তার অধিকার চায়"।
যে সেই বাঙ্গালির স্বপ্নের স্বপ্ন পুরুষ,
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ