তবুও

প্রিন্স মাহমুদ ২৪ অক্টোবর ২০১৩, বৃহস্পতিবার, ০৩:১১:৩৩পূর্বাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

চারটি বছর তোমাকে ভালোবেসে চলছে

কতো মাস ? কতো ঘণ্টা ? কতো সেকেন্ড ?

তবুও তুমি অচেনা ।

তবুও তুমি অচেনা ।

 

কতবার দেখা হয় আমাদের ?

ক্যান্টিনে , পার্কে , রাস্তায় , জ্যামে ?

তবুও তুমি অচেনা ।

তবুও তুমি অচেনা ।

 

মনে পড়ে এই আমি কতোবার

ভালোবাসি বলতে গিয়ে তোমাকে

ফিরে এসেছি প্রত্যাখ্যানের ভয়ে ?

আমি কে তোমার ?

তুমি কে আমার ?

 

ভালো আছো ? বলতে গেলেই আমার কণ্ঠস্বরে

কোন এক দানব হরতাল বাজায় এখনো

নিয়তির পুতুল হয়ে বারেবারে তোমার কাছে যাওয়া

আর ফিরে আসা ।

 

হাতটি ধরে হাঁটতে গেলে , গল্প করলে

এখনো কাঁপে হাত , কাঁপে বুক , বাড়ে তৃষ্ণা

বুকের খাঁজে এখনো তোমার মুখের দিকে তাকিয়ে

বুঝি হারাবার ভয় – তোমাকে অচেনা লাগে ।

 

এতো যে ভালোবাসা

এতো যে কাছে আসা

কেন ? কেন ? কেন ?

ভালোবাসা নামক অনুভূতিগুলো

শরীরে ভাঁজে লুকিয়ে রাখার নেই

কোন মানে । তবু কেন ? তবে কেন ?

 

 

লীলাবতি– তুমিই কি নিয়তি ?

তুমিই যে ভয় , তুমিই সংশয় ।

 

পরিচিত পৃথিবী – জেনে রেখো এই কিশোরী

পাশে থাকলেই আমার অচেনা লাগে তোমাকে ।

তাঁর হাসিতে লক্ষ জোনাক জ্বলে

আমি ঘুম তাড়াই আড়মোড়াতে ।

 

এতো যে কাছে সে আমার –

তবুও বলি বারবার -

তবুও তুমি অচেনা ।

তবুও তুমি অচেনা

 

প্রিন্স মাহমুদ

১০/২৪/২০১৩

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ