তন্দ্রাচ্ছন্ন সুখ

মানিক পাগলা ৭ অক্টোবর ২০১৩, সোমবার, ১২:৩৫:৪৪পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

ছেড়ে দে এবার
অচীন গহবরে,
যেথা ক্লান্ত প্রহর
রিক্ত সরোবরে।

নির্জীব মন করে
নিশ্চুপ ক্রন্দন,
অজানা ভালবাসায় খোজে
প্রানের স্পন্দন।

মনের গহীন কোনে
সুপ্ত আশা,
যেথা উদগিরন সদা
নির্মল ভালবাসা।

আবার স্বপ্ন ছুঁয়ে
সুখ আসে তন্দ্রায়,
ছুঁটি দিয়ে স্বপ্ন
তন্দ্রা ফিরে চেতনায়।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ