ঢাকা টু চট্টগ্রাম – কমলাপুর (স্টেশন নং-১)

কামাল উদ্দিন ২৮ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৭:৪২:০৪পূর্বাহ্ন ভ্রমণ ২৩ মন্তব্য

(পাগল পাগল মানুষগুলা, পাগল সারা দুনিয়া। আমিও তেমনি একজন পাগল মানুষ। জানিনা সোনেলার ব্লগারগণ আমার এই পোষ্টকে কিভাবে নেবেন। যদি পাগলকে পাগলামীতে উৎসাহ দেন তাহলে চালিয়ে যাবো, অন্যথায় এটাই এই বিষয়ে আমার শেষ পোষ্ট)

একদিন বিকেল বেলা কয়েক বন্ধু মিলে রেল লাইনে হেটেছিলাম, আশেপাশের চমৎকার পরিবেশ ও গ্রাম্য প্রকৃতি আমাকে পাগল করেছিল, তারপর আরো কিছু পাগলের সাথে শলা-পরামর্শ করে বেড়িয়ে পড়ি রেল লাইনে হেটে হেটে গ্রাম বাংলাকে দেখার জন্য। এবং সিদ্ধান্ত নেই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল লাইন ধরে হাটবো। এটাই ছিলো আমাদের রেল লাইন পরিকল্পনা..............

ঢাকা থেকে চট্টগ্রাম যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।

আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমাদের দ্বারা সম্ভব
না হওয়ায় দীর্ঘ দিন লেগে গিয়েছিল চট্টগ্রামে আমাদের পৌছতে। যদিও দিনের হিসেব করলে পনের দিন লেগেছিল।

স্টেশনের অবস্থানঃ কমলাপুর ঢাকার মতিঝিল থানার অন্তর্গত একটা স্টেশন।


(২) বাসের সর্বশেষ সিটে বসেও তিন পথচারীর মুখে অমলিন হাসি।


(৩/৪) কমলাপুর রেল ষ্টেশনে ঢোকার পরই যারা আমাদের অভিনন্দন জানালো 😀


(৫) মনে হচ্ছে তিনি একজন সূখী মানুষ


(৬/৭) মোটামুটি সবই ফাঁকা।


(৮) কমলাপুরের কমলারাণী।


(৯) এই তো আমাদের পথ ফুরাচ্ছে, কমলাপুর স্টেশন পিছে পড়ে যাচ্ছে।


(১০) আমাদের হাটার পথে প্রথম ট্রেন।


(১১/১২) খিলগাঁও ফ্লাইওভার পার হওয়ার পরই রেল লাইনের ওপর ঝুকিপূর্ণ বিশাল কাচা বাজার।


(১৩) কাঁচা বাজারের তিন শিশু কর্মী ক্যামেরায় এভাবেই পোজ দেয়।


(১৪) রেল লাইনের এই আঁকিবুকি বুঝা বড় দায়।


(১৫) কিছু না খেয়ে আর কত হাটা যায় ?


(১৬/১৭) এফডিসি সংলগ্ন কাওরান বাজারের বিশাল বস্তি, এমন গিঞ্জি বস্তি দেখা এটাই আমার প্রথম। আরেকটা ব্যাপার বিশেষভাবে লক্ষনীয়, এখানে মাদক অতি সুলভ। আমাদের সামনে ওরা গাজা ও অন্যান্য মাদকদ্রব্য নিয়ে ওপেন বসে থাকল, কেওবা ডাকাডাকি করল ওদের কাছ থেকে কেনার জন্য। আবার একজনের হাতে ক্যামেরা দেখে একে অপরকে সতর্ক করাটাও চোখে পড়ল। মনে হল এ যেন মাদকের হাট।


(১৮) ওদের রান্না-বান্না চলছে বলা চলে চলন্ত ট্রেনের নীচেই।


(১৯) একটু গলা ভেজানো দরকার।


(২০) অতঃপর পৌছলাম তেজগাঁও ষ্টেশনে।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ