ট্রাপিজিয়াম

মোহাম্মদ আলী ২৯ জুন ২০২০, সোমবার, ০৫:৪৫:০৯অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

ঝড়োমেঘে অর্ধপাচিত অন্ধকারে মোমবাতির ক্ষীণ আলোয় মায়াবতী পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকি তোমার স্পর্শকাতর ছোঁয়া পেতে।

শীতলক্ষ্যা বিষার্ধ যৌবন মেঘ ছুঁয়ে— যাক বৃষ্টিহীন দৃশ্যে।
অমরত্ব ছোঁয়ার মতো চেয়ে থাকবো তোমার তুমিত্ব গ্রাসস্পর্শের অপেক্ষায়।

মাছ গুলো আলিঙ্গন করেছে পাপি রাষ্ট্র। কাঁটঠোকরার মতো মসজিদে মন্দিরে গির্জায় কপাল ঠোকাচ্ছে রাষ্ট্রের ট্রাপিজিয়াম।
আমি বার্নাকালের নীরের উঁচু পাহাড় গ্রাসের মতো তুমিত্ব গ্রাস করব।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ