টাকায় কি না হয়

আহমেদ ফাহাদ রাকা ১৫ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ০৪:৪৩:৪৬অপরাহ্ন রম্য ১৮ মন্তব্য

প্রথমে সবার কাছে ক্ষমা চাই, অনেকদিন সোনেলার বাইরে ছিলাম তাই, এবং সেজন্য একজনের বকাও খেলাম,তবে এটা বকা না,আদর মাখা বকা,নাম বললে চাকরি থাকবেনা,তিনি আজ আমাকে ফেইসবুকে রিকোয়েস্ট দিয়েছেন, আমি তাকে সালাম দিয়ে বললাম আপনি আমাকে রিকু দিয়েছেন? জবাবে তিনি বললেন মোটেও ফ্রেন্ড বানাইতে দেই নাই, ব্লগে আসেন না কেন?তাই শর্টকাটে খোঁজার জন্য দিয়েছি,আমি তাকে বললাম এইরকম অপমান আমি এখনি আত্মহত্যা খামু,তিনি বললেন তা খান কোনো সমস্যা নাই,তবে মরার আগে এইখানে কিছু লেইখা যান, যাইহোক এখন‌ আসল গল্পে আসি, কিছুদিন আগের ঘটনা, আমরা এক বাসায় বসে সবাই আড্ডা দিচ্ছিলাম আর টপিক ছিলো টাকা,আমি বলতে ছিলাম যে টাকা থাকলে কি না হয়, শাহরুখ খান নাকি চাঁদে জমি কিনেছেন,সেই বাসার খালাম্মা কথাটা শুনে আমাকে বললো কার কাছ দিয়া কেনছে বাবা? আমি বললাম নাসার কাছ দিয়া,সে বললো নাসাডা কেডা? জমির দালাল?আমি হাসতে হাসতে বললাম না খালা, জমির দালাল না,নাসা হলো আমেরিকান গবেষণা সংস্থা, খালাম্মা:ও আচ্ছা বুঝছি ,তয় দলিল কি হইছে ?আমি:হ্যাঁ হইছে

খালাম্মা: মিথ্যা কতা বলো ক্যান,দলিল হইলে জানতাম না! তাইলে শাহরুখ খান বরিশাল আইতো না,তার ধারণা পৃথিবীর সব জমির দলিল হয় বরিশাল রেজিস্ট্রি অফিস থেকে

তখন একটু চাপাবাজি করলাম, খালাম্মারে বললাম আইছিলো কেউরে না জানাইয়া,আর খালা আপনি তো জানেন না যে শাহরুখ খান বরিশালের ছেলে আর তার বাড়ি নদীর ওপার, খালাম্মা: অনেকক্ষণ চুপচাপ থেকে আমার সব কথা বিশ্বাস করলেন,আর আস্তে করে জিগ্যেস করলেন নদীর ওপারে কাগো বাড়ি?

আমি বললাম নদীর ওপার বুখাইনগর খায় গো বাড়ি😂😂😂আর তার চাচার নাম সত্তার খান।

চাপাবাজি করলাম ব্লগে একটা লেখাও জমা দিলাম, আসলে মানুষের টাকা থাকলে সব সম্ভব,তাই না? কিন্তু একটা নতুন জীবন কি কেনা সম্ভব???যেমন ১০ কোটি টাকা দিয়ে আবার কি আবরার, তুহিন বা এ সকল অপমৃত্যুর মানুষগুলোকে কি ফিরে পাওয়া সম্ভব????

 

 

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ