কোন তন্ত্রে আছি

আহমেদ ফাহাদ রাকা ৮ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ১২:২৭:৪৩পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য

কতো যে দেখেছি ও শুনেছি রাজতন্ত্র

কতো যে রয়েছে প্রজাতন্ত্র

কতো ওঝাই না দেয় কতো মন্ত্র

কতোই না দেখেছি ষড়যন্ত্র

আসলে কোনটার নাম গনতন্ত্র?

আমরা তো দুটি ফলের কাছেই যেনো বন্দি

কবেই বা হবে ভালো একটা সন্ধি ??

সবাই শুধু করে যায় নিজের মতো ফন্দি

ফল দুটি হলো কাঠাল ও আম

লংকায় গেলে হনুমান হওয়া যাদের কাম

এরা পারে দিতে শুধু পাম

প্রয়োজনে খুলে নেয় গায়ের চাম

আবার কেউবা করে পন্থী বাম

সফলতা অর্জন শুধু বদনাম

এরা একজন মানুষও  ভালো মনের নয়

যাদের জন্য আমাদের  হয় ক্ষয়

এই একটাই তো ভয়

কথাই জয় এটা সবার জন্য প্রযোজ্য নয়

নব্বই তে যা না হয়,সেটা তো নয়তেই হয়

আসলে যা মাথায় আসে লিখে যাই আপন মনে

আমাদেরকে বদলাতে হবে

প্রত্যেক কে জনে জনে

লেখাটি মোটেও ভালো হয়নি

আবার কেউ বা বলবে বাহ হয়েছে তো বেশ

আসলে আমি চাই সাজানো গোছানো একটি দেশ❤️❤️❤️❤️

(আমার বাংলাদেশ)

 

 

 

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ