জ্যোৎস্না

সিহাব ১৯ সেপ্টেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০৮:০২:০৪অপরাহ্ন বিবিধ ১৮ মন্তব্য

জ্যোৎস্না আছে বলেই আজ

ঘুটঘুটে অন্ধকারের বিদ্ঘুটে অভ্যাসটা নেই,

জ্যোৎস্না আছে বলেই আজ

ভীতু পথিকের নির্ভয়ে পথ চলায় কোন বাধা নেই।

জ্যোৎস্না আছে বলেই আজ

রুগ্ন রাস্তার হাড়্গুলো ভৌতিক সুন্দর লাগে।

জ্যোৎস্না আছে বলেই আজ

কচুরীপানাময় নালায় সবুজ কিছুর অস্তীত্ব টের পাওয়া যায়,

জ্যোৎস্না আছে বলেই আজ

সেই পরিচিত মাঠ খানি কেন যেন আমায় কাছে ডাকে।

জ্যোৎস্না আছে বলেই আজ

চিরচেনা হাঁটুজলে হঠাৎ মুক্তার উপস্থিতি।

জ্যোৎস্না আছে বলেই আজ

মায়ের কোলে বসে শুনতে ইচ্ছে করে

“আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা !”

জ্যোৎস্না আছে বলেই আজ

অনেক অন্ধকার কারবারের অনুপস্থিতি।

জ্যোৎস্না আছে বলেই আজ

সঙ্গির সঙ্গ পেতে খুব ইচ্ছে করে

চাঁদনি আলোয় মাখামাখি হয়ে বলতে ইচ্ছে করে

“আমি তোমায় ভালবাসি “

জ্যোৎস্না আছে বলেই আজ

অসুন্দর জিনিসের ক্ষুদ্রতর সৌন্দর্য্য কোথা থেকে যেন উঁকি দেয় !

এসব কি আগেই ছিল

নাকি জ্যোৎস্নার আলোতে এসবের পূর্ণ যৌবন চোখকে ঝলসায়?

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ