জ্ঞান চর্চা।

সঞ্জয় মালাকার ৪ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ০৩:৪৬:৫৭অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

সা দা মা ঠ.....
তুমি কার জন্য লিখছ, আর কার জন্য কাঁদছ,

হয়নি তো আজ জ্ঞান চর্চা
লাজ লজ্জার নেই যে ঘোমটা,
দেখতে যেন কেমন লাগে
সত্য ভুলে মিথ্যে চলে,!
চালচলনে মাসী পিসী
করছে কতই কুটি নাটি,
পরিপাটি অজ্ঞানে, করছে রান্নাবাড়ি!
হয়নি তো আজ জ্ঞান চর্চা
সত্য পথে চলা,
মা কাকীরা দেখছি এখন
সাজেই হারায় বেলা!
নেয় নি তো আজ ঘোমটা তুলে
নতুন বউয়ের সাঁজ,
নষ্ট হবে যে শালিনির চাল
চলনের স্বভাব।
হয়নি তো আজ জ্ঞান চর্চা
পূর্ব পুরুষে বিরাজ,
নিয়ম ভাঙা স্বভাব হলো
কলিযোগের নাচ!
যুগে যুগে কমে যাচ্ছে
মায়ের আচল ছায়া
ট্রলির উপর শিশু নাচে!
যোগে চিহ্ন পাড়া।

 সঞ্জয় মালাকার//

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ