তুমি পথের ঠিকানা খুঁজে পথে নেমেছিলে সেই দিন

স্বজনের সুকরুণ আর্তনাদ- দিগ্বিদিক মহাশূণ্যের গভীরতা 

আর অন্ধকারের নিকষ কালো জঠরে

যখন কেটে যেত সহস্র নির্ঘুম রাত ‌।

 

এক অবিনশ্বর কন্ঠের নিরবচ্ছিন্ন তাড়না বুকে লালন করে

পথে নেমেছিলে প্রাণের মায়া সাঙ্গ করে -

এ কোন ঐশী বাণী নয়, নয় গল্পের সুরম্য পটভূমি ।

 

আমরা দেখেছি রক্তাক্ত রাজপথ - পঁচাত্তরের ঘৃণা ভরা সেই কালো রাত,

আমরা দেখেছি মিছিলে মিছিলে উত্তাল উত্তপ্ত ময়দান -

রক্তচোষা হায়েনার বুভুক্ষু ক্ষুরদৃষ্টি এই বাংলায় ।

 

হয়তো আমি থাকবো না; তুমিও না, গত হবে বহু প্রজন্ম

তবে গুলিস্তানের মাটি অনন্তকাল ধরে মনে রাখবে -

সেই ভয়াল একুশে আগস্টের কথা, 

কিছুক্ষণের জন্যে যেদিন বাংলার মাটি কেঁপে উঠেছিলো।

 

তুমি থমকে যাওনি, পিছু হটনি ভুল করেও -

সরে আসনি তোমার দায়িত্ব বোধ থেকে এতটুকু

আজ জন্মদিন তোমার - বাংলার জীবন্ত কিংবদন্তী,

সমগ্র বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ রাজকন্যা,

তোমাকে জানাই সশ্রদ্ধ অভিনন্দন।

 

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ