জানি না……//

বন্যা লিপি ৭ আগস্ট ২০২০, শুক্রবার, ০৩:২৮:৩৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

বেওয়ারিশ ঘুড়ির মায়াকান্না শুনেছ কখনো?

দেখেছো কখনো শেকলের গায়ে লেগে থাকা গোঁড়ালির কেটে যাওয়া ক্ষতর রক্ত!

জানতে চেয়েছ কখনো গাঙচিল কেন ওড়ে মধ্যদুপুরে সাগরের বুকে?

তৃষ্ণাদের কখনো তৃষিত হতে শুনেছ কখনো?

এইসব যাবতীয় জানা না জানা প্রশ্নদের কখনো দেখেছো ভাতঘুম দিতে?

রোদ পাখায় ভর করে ওপাড়-এপাড়ের সাঁকোতে ঝুলে থাকে প্রাচীন মাকড়সার জাল!

সেখানে গেঁথে থাকে জীবনের মানে........

ভালবাসা বা প্রেম অ-প্রেমের দ্বন্দ্বেরা তখন নিপাট পরিপাটি শীতল পাটির মধ্যভাগে শতিয় বছরের দিবা-রাত্রির নিদ্রাগত  থাকে নিশ্চিন্তে!

সে তুমি যাই বলো; কল্পিত স্বপ্নের ধরাবাঁধা কোনো সত্যতা নেই: অগোছালো কল্পিত স্বভাবের মতই  ঘুমভাঙা সকালে ব্যাথাভরা নীলের বুক চিড়ে -রোজ ওঠে   জাগতিক বাস্তবতার আগুণ রঙা সূর্য়গোলকটা!

কিইবা জানি আর কিইবা জানো তুমি?

 

 

# ইদানীং কিচ্ছু লিখতে ইচ্ছে করেনা।ক্রমশ ভাবনারা ফুরিয়ে যাচ্ছে। একটা দু'টো ভেসে আসা শব্দ বড্ড হাতুড়ি পেটায় মগজে; - বেশ তো আছো! তোমার আর ভাবনা কি? আনেছে, রাঁধছো, খাচ্ছো, ঘুমাচ্ছো....  আবার কত ব্যাস্ত থাকো তুমি! দেখিতো সবই! অথচ,  আমার প্রচন্ড মন খারাপ:হতাস, বিষণ্ণ, আশাহত..... কোথায় যাচ্ছি বা এগুচ্ছি আমরা????

সেই থেকে....... কি যেন কি হয়েছে মগজের ভেতরে! কি হবে এসব লিখে টিখে????

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ