জল জোছনার কাব্য

শান্ত চৌধুরী ১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০২:১২:৪২অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

জোছনা রাত দিগন্ত আলোয় ঝলমল প্রকৃতি সেজে
আছে আপন নিয়মে।ঝিঁঝি পোকা গুলো অনবরত
গান গেয়ে যাচ্ছে।দু’একটা রাতজাগা পাখি উড়ে উড়ে
জোছনায় ভিজে,বৃক্ষগুলো মৃদু হাওয়ায় দোলে,স্নিগ্ধ
উষ্ণতা কিছু মিষ্ট ফুলের ঘ্রাণ চারপাশ।

সমুদ্রের হুঙ্কারে এলোমেলো তট সৈকত,জলস্রোতের
প্রেমদীপ্ত জোছনা এ যেন প্রকৃতি আর জোছনার
প্রেম। জল জোছনার প্রেমলিলা,ঝাউ বন ছুঁয়ে স্নিগ্ধ
প্রশান্তি আর শুভ্রতায় মিশে স্বর্গের উপনিবেশ।

নীল জোছনা এলোমেলো হাওয়া, প্রমত্ত উচ্ছ্বাস
প্রান্তিক প্রবাহ শিহরণ উত্তেজিত তরঙ্গ ভেলা,সীমাহীন
দূরত্বে ডুবে যায় বিলাসী খেয়া।মেঘ দূত উড়ে উড়ে
জোছনা বিলাসে ভিজে যায় শৈল্পীক অনুভবে।

দূরের মিটিমিটি দীপ্তিময় ঝলমল ক্যানভাস,
মাঝিমাল্লা ডিঙিনৌক স্রোত-প্রবাহে অদৃশ্য হয়ে
ভেসে যায়, ঝিলমিল বালুকা বেলায় উপচে পড়ে
জোছনা দ্যুতি স্পর্শ করে ভালোবাসার যুগল মহাকর্ষ।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ