দগ্ধ মানবতা

নীলকন্ঠ জয় ১৮ জানুয়ারি ২০১৪, শনিবার, ০৯:৫৩:১৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৮ মন্তব্য

হে মানবতা,
তোমার জন্য এনেছি জ্বলন্ত এক মানব কাবাব,
মানবিক বিবেকহীন মানবতার ধ্বজা ধরে চলছে যে নপুংসুকের দল,
তাদের জন্যও।
গৃহহীন স্বপ্ন দেখে যে গৃহপালিত পশুরা
তাদের জন্যও গরম এ কাবাব,
হালুয়া রুটি খেয়ে যারা কথাবন্ধু সাজে
প্রথম পাবে তারা।
মানবতা,
তুমি পাবে কিয়দাংশ,কারণ
এত এত সুশীলের উদর পূর্তি
আর গৃহপালিত কিংবা কথাবন্ধুদের ভুরিভোজের
পরেই না তুমি।
শাহীনার কাবাব, আমেনার কাবাব,
বক্করের কাবাবের সাথে আম জনতা উপহার দিলো
আলী আব্বাসের কাবাব।
হে মানবতা,
তোমার জন্য এনেছি, আনবো আরো আরো জ্বলন্ত কাবাব।

জ্বলন্ত মানবতা
জ্বলন্ত মানবতা

(গতকাল মুন্সিগঞ্জে গাঁয়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় আলী আব্বাসকে, এটা রাজনৈতিক নয়। কিন্তু ঘটনা অন্তঃ রাজনীতি। যেদেশে রাষ্ট্রের বৃহৎ দুই দল মানুষ পোড়ানোর রাজনীতিতে আস্থা রাখে, যে দেশের সুশীল সমাজ পরোক্ষভাবে সমর্থন যোগায়, টকশোবিদরা কৌশলে ম্যাচের কাঠিটা ঠূকে দেয়, সে দেশের সাধারণ মানুষের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না । যে দেশে ধর্মের নামে মানুষ জ্বলে, যে দেশে রাজনীতির নামে মানুষ জ্বলে, যে দেশে বন্ধুর সাথে ঝগড়া হলেও মানুষ জ্বলে কাবাব হয়ে যায়, সে দেশের অতি সাধারণ মানুষের কাছ থেকে এর থেকে বেশি কিছু কি করে আশা করি?)

বিঃদ্রঃ লেখাটিকে কেউ কবিতা ভাববেন না। কবির কলম কবিতার ভাষায় কথা বলবে,প্রতিবাদ করবে। কিন্তু আজ শুধুই ঘৃণা জানালাম।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ