ছায়া পুরুষ

নাজমুল হুদা ১২ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০১:০০:৫৮অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

সুযোগ পোষে পুরুষ
মুখে ধরে কামড়ে তুলে পর্দার মুখোশ
সময়ের বিষাক্ত লার্ভা
আমি নারী- কেন কুকুর সুযোগে ছাড়বা?

ছিঃ! দুঃসময়ে আমার
পুরুষত্ব ভুলে ডাক দাও; ঘুমন্ত জাত কুকুর

ছিঁড়ে ছুঁড়ে প্রথম ফুল
শোনাও তখন আমাকেই;ধর্ষিতার ছিলো ভুল
পুরুষ নাকি ভরসার হাত
বিশ্বাস যখন তোমাকেই; নিঃস্ব করো দু' হাত

ছিঃ! অপবাদে আমার
নীতি-ধর্ম,শান্তি শোনাও; ভাগ্যে তৃপ্তির ঢেঁকুর।

নেত্রকোনা,ময়মনসিংহ।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ