ছন্নছাড়া সবুজ মাঠ

শিরিন হক ৭ জুলাই ২০১৯, রবিবার, ১২:১১:১৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

আমার ভুবনের হাওয়ারা বয়ে যায় হাওয়াদের মতো। ভোর আসে পাখিদের ডাকে, আষাঢ়ে খানিক রোদ্দুর খানিক বৃষ্টি। সোদা মাটির গন্ধ যার আস্বাদ বুকের গহীনে বিরোহী ডাহুক ডেকে যায় মনে বিকেলের আলো।
ঘর! বলতে ছোট একটা বাংলো যেখানে কাজের ফাঁকে আরাম কেদারায় নিজেকে বসিয়ে রাখা।
তথাকথিত যারা কাজ নিয়ে থাকেন তাদের একটা ঘর একটা পরিবার আছে। শেকড় ছাড়া আমি নই। জীবন আর জীবিকার তাগিদে সেই ঘর আর পরিবার থেকে বহুদিন দূরে।
ছন্নছাড়া সবুজ মাঠ, লাল পথ, গাছগাছালি  আমার আরাম কেদারা, গোধূলির আকাশের নীল আলোর ঝলকানি টেনে রাখতে পারেনি আমার বিবাগী মনের অস্থিরতাকে। সেই মুখশ্রী যা দেখিনি বহুদিন ধরে, হুট করে চলে এসেছি তার কাছে। আষাঢ়ের দুপুর এই প্রথম মনে হলো আজ। কাজের ক্লান্তি ভুলে পিছনে ফেলে আসা পিছু ডাক বিছানায় শুয়ে পরেছি বহুদিন পর। কখন চোখ মুদে এলো টের পেলাম না। এমন ঘুম কবে আসে আবার কে জানে।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ