চোর

নূর হোসেন ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০২:০১:৩৪অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

রাতটা যখন গভীর হলো
আঁধার হলো ঘোর,
অমনি নিধন গরীব মিঞার
ঢুকলো ঘরে চোর!

সজাগ ছিল নিধন ঘরে
চোর ঢুকেছে বুঝে;
বললো আমি দিনের আলোয়
পাইনা কিছু খুঁজে
তুমি এলে আঁধার রাতে কি পাবে ভাই ঘরে?
না হয় প্রদীপ জ্বালিয়ে তুমি
দেখো ভাল করে!

গরীবের এই কোমল কথায় লজ্জা পেয়ে চোর,
যেতে যেতে বললো কোথায় আনলো কপাল মোর।

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ