চিরজীবী; আমি তরুণী বাংলাদেশ

নাজমুল হুদা ১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, ১২:০৪:২৬অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;
চতুর্দিকে আজ আমার ফেলে আসা পুরানো সব ক্ষত
নতুন ধাঁচে নতুন করে সেই উতলে উঠেছে- হাত দিও না।
সিদ্ধেশ্বরীর অন্ধরাতে আমার জমজ ব্যথা পড়ে থাকে
কাঁটাতারের ঝুলে থাকে আমার শতছিন্ন ব্যথার পতাকা
আর ভি আই পি কবলে অকালে স্বর্গ আঁকি- হাত দিও না।

হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;
দালালী মঞ্চে যখন আমার রাষ্ট্রনায়ক নির্বাক নৃত্যশিল্পী
ছদ্মবেশী আগুনে পুড়ে ডিসকাউন্টে চাষী- হাত দিও না।

আমি বলছি-
এমনভাবে আচমকা আমার ভিতর হাত দিও না
আমি কোনো গুম হওয়া ধর্ষিতা নারীর চামড়া নই
আমি কোনো বাধর্ক্য নারীর অপুষ্টিজনিত বিবেক নই
হাত দিও না- জেগে গেলে আমি এক তরুণী বাংলাদেশ
একাত্তরের রক্তচিত্র দেখে আবার গিলে খাবো তোমাকে।

হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;
প্রেমিকের পরিহিত লালটিপ কর্কশ ছোঁয়ায় সরে গেলে
জেগে উঠবো আবার- যুগের পুরোনো সব ইতিহাসে
সুযোগে, আনাচে-কানাচে, গলিপথে আমার ঘুমন্ত শরীরে
হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না
কসম প্রজন্মের রক্তচিত্রে আবার গিলে খাবো তোমাকে।

নেত্রকোণা, ময়মনসিংহ

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ