চিঠি

কামরুল ইসলাম ৩ নভেম্বর ২০১৯, রবিবার, ০১:৫৫:০০অপরাহ্ন চিঠি ১৬ মন্তব্য

প্রিয় নবীণা,
রাতের শেষে উষ্ণতায় সিক্ত করে যায় দু'বিন্দু হেমন্তের শিশির । শিতের আগমনী বার্তায় শীষ দিয়ে যায় দোয়েল ।
উত্তরের বাতায়নে মৃদু হিমেল সমীরণ । বেলকনির টবে পাপড়ি মেলেছে দুর্বা ফুলের দল, বেলী ফুলের কুঁড়ি গুলো সবে দানা বেঁধেছে ।
দুর্বা আর বেলী ফুল তোমার খুব প্রিয় ছিল, সেই থেকে আমার ও কখন যে প্রিয় হয়ে উঠেছে, তা টের ই পাইনি ।
কি অদ্ভুধ, শুধু প্রিয়ই হয়নি,
জীবনের সাথে জড়িয়ে আছে পঁচিশ বসন্ত, হেমন্ত ।
তোমার ভাল লাগা, প্রিয়, অপ্রিয় গুলো আচ্ছন্ন রেখেছে আমায়,
অথচ তুমি হারিয়ে গেছো সেই কবে?
কোন এক হেমন্তের বিকেলে, তিতাসের কুলে, খোলা চুলে, মুখো মুখি বসে ছিলাম দুজন, । কে জানতো, এই দেখা ই শেষ দেখা, গোধুলীর ধুসর আলোয় বর্ণীল হবে আমাদের প্রচ্ছদ, দুর হিমালয় থেকে আঁধার নেমে এসে করে দিবে আমাদের বিচ্ছেদ, অন্ধকারের গভীরতায় তলিয়ে যাবো দুজন দু মেরুতে ।
সেদিন সন্ধ্যা লগনে আকাশে দুটি বক পাখী উড়ে যেতে দেখে, অবলীলায় আবৃতি করেছিলে ঃ
আহা! তুমি আর আমি যদি
নীতির নিয়ম ছেড়ে
আকাশের দুটি বক পাখী
অথবা সাগরের' দুটি মাছের চেয়েও
স্বাধীন হতাম ।
আমি মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে ছিলাম, তোমার আবৃতি করার ছলে ।
মনে মনে হাজার বার বলেছে, " আমি পেয়েছি, যাকে খুঁজি, তাকেই পেয়েছি ,।

হেমন্তের সন্ধ্যা, হালকা কুয়াশায় আচ্ছন্ন করে আমাদের চারপাশ , তিতাসের জলে ছোট্ট ছোট্ট ঢেউয়ের শব্দে মুখর, চার পাশে হিম হিম উষ্ণতার আবেশ,
আমরা যুগল এক বুক স্বপ্ন নিয়ে, হাতে হাত ধরে, তিতাসের কুল ধরে জলের কলকল ধ্বনিতে , জীবনের গানের সুর তুলে বাড়ি ফিরে ছিলাম, শেষ বারের মতো ,।
এক হেমন্তেই তোমাকে পেয়েছিলাম, আরেক হেমন্তেই তোমাকে হারিয়েছিলাম।
তাই' আমার বুক জুড়ে আজও চলে হেমন্তের উৎসব, , প্রাপ্তি আর বিয়োগের ।
খুব জানতে ইচ্ছে করে, আজো কি তুমি সাজো, হেমন্তের বেলী ফুলে, খোঁপার চুলে গুঁজে ?
রক্ত জবা গুঁজো কানের ভাজে ?
আলতা পড়ে নগ্ন পায়ে শিশির ভাঙগো হেমন্তের সকালে ?
জানি, জানবো না আর কিছু,
এক বুক স্মৃতি ছাড়া, , জীবনের সব মিছু ।
যেথায় আছো, যেভাবে আছো, ভাল থেকো, সুন্দর থেকো, সুখে থেকো ।

তোমারই
সেকুল ইসলাম

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ