চিঠি

মাছুম হাবিবী ১ জুন ২০১৯, শনিবার, ০৩:৪৯:০৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

প্রিয় মৃণালিনী,

কিছু অভিমান চেপে চিঠি লেখা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তুু হাজারো চেষ্টা করে পারিনি নিজের জিদটাকে কাজে লাগাতে! কিছু তেলে ভাজা সেঁতসেঁতে শব্দ অামাকে ঘুমাতে দেয়নি। তোমাকে নিয়ে লিখতে বিষন্ন করে তুলেছিল, তাই কলম ধরতে বাধ্য হলাম। অাজ ছোট করেই জানতে চাইবো কেমন অাছো? এই বৃষ্টিস্নাত রাতে অামার কথা কী মনে পড়ে তোমার? অামার এখন আর কোনো কিছুতেই অসহ্য লাগে নাহ! এক সময় খুব অগোছালো ছিলাম। রাত করে বাড়ি ফেরা, গভীর রাত পর্যন্ত অনলাইনটাকে পুঁজি করা সবকিছু আজ জরাজীর্ণ ধূসর।অাচ্ছা মৃণালিনী, তুমি কী এখনো অাগের মত বৃষ্টিতে ভিজো? ভারত থেকে উড়ে অাসা বৃষ্টিগুলো কি এখনো তোমার বদন ছোঁয়? নাকি বিষন্ন মনে ঘরে বসেই বৃষ্টিকে হিংসে করো? আমি আজকাল খুব বৃষ্টিতে ভিজি। অফিস থেকে অাসার পথে, প্রায় অনেকদিন বৃষ্টিতে ভিজেছি। তুমিতো জানো অামি ছাতা ব্যবহার করিনা,তাই প্রায় সময় বৃষ্টিতে ভিজতে হয়। আচ্ছা তুমি কী এখনো অামার চিঠির জন্য অপেক্ষা করো? নাকি জিদটাকে লেপ্টে ধরে ধুম করে বসে থাকো ঘরের কোণে!! মৃণালিনী অাজ খুব মনে পড়ছে তোমায়। ইচ্ছে হচ্ছে এক দৌঁড়ে তোমার বাসায় কি কড়া নেড়ে বলি মৃণালিনী, মৃণালিনী বাড়ি অাছো? তারপর কোলে করে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি,স্পর্শ করি তোমার বসন্তময় গতর। প্রিয় মৃণালিনী, যদি ভুল করেও মনে পড়ে আমার কথা। তবে একটা চিঠি দিও মেঘের খামে! ছোট করে জানতে চেয়ো আমি কেমন অাছি।।

..... ইতি তোমার.....

কাল্পনিক রুদ্রাক্ষ

ফাল্গুনী_চিঠি_থেকে

২৮ ফেব্রুয়ারি ২০১৯

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ