চাই

কামরুল ইসলাম ১ মে ২০২২, রবিবার, ১১:২৮:৩৩অপরাহ্ন কবিতা ২ মন্তব্য

 

কোন হৈ চৈ নাই

শান্ত,  নিবিড় ভালবাসা চাই

রবীন্দ্র সুরে, বেলকনিতে বসে

বৃষ্টির অঝরে,  হারাতে  চাই

মুখো মুখি চায়ের চুমুতে  ।

জোছনা বিছানো আঙিণায়

তোমার কোলে মাথা পেতে

চাঁদের বুড়ির গল্পের আসরে

দুজনার কল্পনায় ভাসতে চাই ।

বালুচরের  কাঁশ ফুলের স্নিগ্ধতায়

হিমেল হাওয়ার দোল দিয়ে

তোমার অবাধ্য চুলের ঘ্রাণে

হৃদয়াঙ্গমের পরশ চাই ।

সকাল, দুপুর, অহর্নিশি

তোমার মিষ্টি হাসি,  মায়াবী দৃষ্টি

রেশমী চুঁড়ির ঝন ঝনানি

আলতা পায়ে নূপুরের ধ্বনিতে

আবৃত থাকতে চাই  ।

তোমার মায়ার শাষনে,  শোষনে

ভালবাসার অমৃত বাঁধনে

দৃষ্টিতে,  সৃষ্টিতে একান্তীয়তায়

আত্ম নিবেদিত চাই ।

 

আমার এই সমার্পণ,  বিনয়

ভালবাসার পূর্ণতা  চাই  ।।

 

রচনা কাল  ঃ ০১/০৫/২০২২

ঢাকা

0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ