কি এক ঘোরের জীবন কাটছে বেশ।
কাঁচের জলে
নদীর জলে
আগুন ধোঁয়ায়
শীত কুয়াশায়।
বৃষ্টি ধারায়...
অসহ্য সব রকমফেরে
বিচিত্রতায়।
কাটছে বেশ!
রাত পেরোলেই রৌদ্রছায়ায় লুকিয়ে থাকে কেমন করা
মনের ধরন,
নামলে আঁধার
আগল খোলে
মনের দুয়ার,
বেভুল কোনে জড়সড়
শীত কুয়াশায়!

চোখে কোলে হাহাকারের শুন্য আশা।
বোবা হয়ে'ই যায় শুকিয়ে বুকের কাছে
অশ্রুধারা।

আপন ভোলা নিজের সাথেই বোঝাপরা।
যখন যেমন ইচ্ছেয় আর অনিচ্ছেতেই বাউল মনের যাতন জ্বালা!

"বাঁধো আর বাঁধিতে না'রি।"

তবু যেন দুই ঠোঁটেতে কুলুপ আঁটা।
হৃদমাঝারে রঙীন ছবি!
চিত্রখানা যত্নে আঁকা।
খুব যতনে আগলে রাখা, এই তো যাপন
ঘোর লাগা এই জীবনখানা!

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ