আগামীকাল থেকে টানা দশদিনের ছুটিতে কারাবাসে আবদ্ধ হবো। সাপ্তাহিক ছুটি দুইদিনের জায়গায় বাড়তি একদিনই যেখানে যন্ত্রণাদায়ক ঠেকে সেখানে টানা দশদিন কাটানো খুবই কষ্টকর। তবুও সংক্রমণ থেকে বাঁচতে আর বাঁচাতে এখন বাধ্যতামূলক গৃহবাস আবশ্যক।

এ পরিস্থিতিতে প্রত্যোকেই বিরাট এ অবসর সময়টিকে উপভোগ্য করে তুলতে পছন্দমতো একটি ছক সাজিয়ে ফেলুন, নইলে অকারণ ভয় বা অস্বস্তি তাড়া করবে। অকারণ ভাবনায় মানসিক পীড়নে না ভুগে সচেতন থাকুন আর সময়টিকে উপভোগ করুন। আমি কিছু বই পড়তে পারবো এ সুযোগে। আর কি? আর কিছু সেলাই পড়ে আছে, ভালো লাগলে সেগুলো করবো। ইনশাআল্লাহ সুন্দর সময় আবার ফিরে আসবে।
সচেতন থেকে ভয়কে জয় করেই আবার আমরা একসাথে হবো।

 

আবার বলছি, মানসিক পীড়নকে ঝেড়ে ফেলতে হবে। মানসিক পীড়ন সৃষ্টি হলে করোনার আক্রমন প্রতিহত করা সহজ হবেনা।
ডরাইছুইন, তো মরছুইন কইলাম।
কাজেই সময়টাকে উপভোগ্য করে তুলুন।
ভালো থাকুন সকলে।
আবার আমরা হাসবো। আবার আমরা মিলবো।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ