গ্রীষ্ম

রায়হান সিদ্দীক ১৭ মে ২০২০, রবিবার, ১১:৩৫:০৩অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

যাওয়া আসা কমে গেলে

ভাগ করে নিও আকাশ

প্রিয় গান

প্রেম ও দ্রোহের কবি'দের,

 

যোগাযোগ নিভে গেলে

তখনও জ্যামিতি করবে তুমি

চাইবে শূন্যতাহীন রাত্রি

হবে চোখের আড়াল।

 

জানালার ধারে যে ফুল গাছ

বেয়ে উঠবে স্মৃতিপথ ধরে,

দরজা ভিড়িয়ে দিও

বন্ধ হবে পাখিদের ডাকাডাকি।

 

সে গাছটার ছায়া মাখো

তাকেও একটু আদর দিও,

দিও চোখের লবণাক্ত জল

তার শাখায় দুঃখ বোনা।

 

চোখের পাশাপাশি

একবারে মনের আড়াল হলে

মেঘলা বারান্দায় রাতে এসো,

বৃষ্টি ভেজা চুলের ঝাপটায়

দূরত্বটা বাঁচিয়ে রেখো!

 

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ