চন্দ্রমল্লিকা

রায়হান সিদ্দীক ২ জুলাই ২০২১, শুক্রবার, ১০:৩৯:৩৫অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য

আমি চন্দ্রমল্লিকাকে না করে দেবো, বলে দেবো বাড়ি ফিরে যেতে,

রেলপথের পাথর ছুঁয়ে এভাবে আমার অপেক্ষায় থাকা আর কতকাল!

আমি বলে দেবো, আমি আর কোথাও নেই, আমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না,

আমি সেই যে তোমার হৃদয়ে লুকিয়ে পড়েছি কোন এক কুক্ষণে,

কিছুতেই যেনো বেরোবার আর কোনো পথ খুঁজে পাই না!

এই-সেই অজুহাতে আমি ঠিক থেকে যাই তোমার হৃদয়ের উষ্ণতায়!

তুমিও বরং ঐ ছেলেটাকে নিষেধ করে দাও, বলে দাও-

এভাবে এতো কাছে এসে যেনো ছুঁয়ে না দেয় তোমার জামার সুতো!

তোমার জন্য চিঠি, ফুলের সুবাস এসব যেনো আর কোনোদিন নিয়ে না আসে!

জানি ঐসবে তোমার খুব সায় আছে, তাতে কি!

আমি যে প্রিয় চন্দ্রমল্লিকাকে নিষেধ করে দেবো কেবল তোমার জন্য,

আমার পাশে এসে দাঁড়াবার জন্য এই একটা কারণ কি যথেষ্ট নয়?

 

 

 

 

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ