গৌরব

কামরুল ইসলাম ১৬ ডিসেম্বর ২০২০, বুধবার, ০৫:৪৩:১২অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

 

পাড়ার ছেলে,  নাম তার খোকা ~

হাবলু, বাবলু,  একটু বোকা ~

লোকে এমনটিই জানে ~

খোকা নেয় না তা কানে ~

একদা ডাক এসেছে দেশ জুড়ে ~

পরাধীনতায়  যাচ্ছে বুক পুড়ে  ~

বৃদ্ধা যুবা যাচ্ছে দলে দলে ~

মুক্তির মিছিলে,  লাল সবুজ পতাকা তলে ~

খোকা ভাবে,  এমনি করে যায় না থাকা ঘরে ~

মরতে হয় মরবো,  লড়াই করে ~

বোকা ছেলেটি উঠলো জেগে ~

দেশের প্রেমে,  মুক্তির অনুরাগে  ~

আঁধার রাতে দিলো খোকা,  সীমানা পাড়ি ~

বুকে বল,  মনে পণ,  অস্র নিলো ধরি ~

পাড়ার লোকে খুঁজে বেড়ায়,  খোকা গেলো কই ~

লাল সবুজের নিশান হাতে,  খোকা এলো ঐ ~

ধন্য ধন্য বলে পাড়া হলো সরব ~

বোকা ছেলে খোকা ই আমাদের গৌরব   ।

~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ১৬/১২/১৯

ঢাকা

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ