গুপ্ত ঘাতক

হালিমা আক্তার ১১ এপ্রিল ২০২১, রবিবার, ১২:২৭:৫৭পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

 

পুরো শহর জুড়ে নিস্তব্ধতা
রাস্তার ল্যাম্পপোস্ট গুলো
দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে ,
রাতের নিরবতা ভেঙে মাঝে মাঝে
এম্বুলেন্স ছুটে চলে
হয়তো শেষ ঠিকানার টানে |
শহরের মানুষ এখন আর
সন্ধ্যার পর বাড়ির বাহির হয়না
পুরো শহর যেন এক ভুতুরে নগরী ,
অথচ এই মহাসড়ক ধরে
কত শত গাড়ি চলতো ,
কখনো কখনো গাড়ির শব্দে
ঘুম পালাতো |
গলির মোড়ের ওই চায়ের দোকানে
রাতভর চলতো আড্ডা |
কোন এক অজানা গুপ্ত ঘাতক
এসেছে শহর জুড়ে
তাকে দেখা যায় না
তার ঢাল তলোয়ার নাই
তার কাছে নাই কোন বোমা বারুদ
তবু তার ভয়ে প্রকম্পিত শহরবাসি |
গুপ্ত ঘাতক কখন কোথায় আক্রমণ করে
কেউ জানেনা ,
এই অজানা ঘাতকের ভয়ে
শিশুরা স্কুলে যায়না
পাছে ঘাতক আক্রমণ করে বসে ,
কোলাহলপূর্ণ  স্কুল আজ বিরান ভূমি
গুপ্ত ঘাতক সবাইকে করেছে ঘর  বন্দি |
ইচ্ছে হলে ও আড্ডা হয়না
বন্ধু কতদিন পর দেখা হলো বলে --
কেউ কাউকে জড়িয়ে ধরে না
পাছে গুপ্ত ঘাতক দেয় হানা |
গুপ্ত ঘাতক আজ করছে বিশ্ব শাসন
কোথায় পঞ্চপান্ডপ ( আমেরিকা , রাশিয়া ,
ব্রিটেন , ফ্রান্স , চীন ) এর সমরাঙ্গন |

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ