বেদনার সবটুকু আমাকে দিয়ে
সুখ নিয়ে তুমি ফিরে যাও,
তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো
বলবোনা ভালোবাসা দাও,,,,,,,

না, এটি আমার লেখা কোনো কবিতা বা গান নয়। এটি গেয়েছিলেন এক সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী রবী চৌধুরি। তখনকার সময়ে এমন গান শুনিয়ে শুনিয়ে কতো যে প্রেমিক-প্রেমিকাগন তাদের অভিমানি সাথিদের ফিরে পেয়েছেন তার সঠিক হিসেব নেই। দেখেছি তখনকার প্রেমের উপর গানের প্রভাব শক্তির নমুনা। এখনো সেই প্রেম আছে কিনা জানি না। তবে গান শুনি ইচ্ছায়-অনিচ্ছায়,,কানতো আর বন্ধ রাখতে পারি না। এখন একজন প্রেমিক ছ্যাঁকা খেলেই গান ধরে

* মাইয়্যা ও মাইয়্যারে তুই অপরাধীরে
আমার যত্নে গড়া ভালোবাসা
দে ফিরাইয়্যা দে *

প্রেমিকাও কম যায় না ,,সেও গায়,,

* আমিতো ভালা না
ভালা লইয়্যাই থাইক্কো *

কেউ কাউরে ফিরা চায় বলে মনে হয় না !! এখন আবার ফেসবুকের যুগ। প্রেমে ব্যার্থ হলেই স্ট্যাটাসের বন্যা বইয়ে দেয়। সেসব দেখে মনে হয় এরা প্রেমে ব্যর্থ হয়েছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্যেই। একজন ম্যাসেন্জারে জিজ্ঞেস করেছিলো,,আপনি ফেসবুকে কি করেন আপু ?,,,উত্তরে বলেছিলাম এখানে অত্যন্ত সস্তাদরে বহুমুল্য আবেগ বেঁচা-কেনা হয় ,সেটাই দেখি বইন। বলাবাহুল্য আপুটিও প্রায়ই আবেগ ছাড়তো তার স্ট্যাটাসে সাথে আমাকেও ট্যাগ দিতো !!

ফেসবুকে অনেকগুলো বাক্স আছে তার মধ্যে একটা হলো * ইনবক্স *। ফেবুতে এসে এই বক্সের ব্যবহার করেন নাই এমন লোক বিরল। ফেসবুকের স্ট্যাটাসের সাথে এই বাক্স ওতপ্রেত ভাবে জড়িত। এখানেও প্রেম গড়ে-ভাঙে,,তার একটা নমুনা দিচ্ছি,,,

একমেয়ে স্ট্যাটাস দিলো ( একটা গানের লাইন )

* বন্ধু আমার বাড়ি আইসো
প্রেমের বাক্স দিবো খুইলে,,*

ট্যাটাস পড়ে একজন তাকে ফ্রেণ্ড রিকুয়েস্ট পাঠালো,,মেয়েটিও একসেপ্ট করলো। এখন তারা বন্ধু-বান্ধবী হলো। এবার ম্যাসেন্জারে শুরু করলো মনের আদান-প্রদান। গান-কবিতা ছবি দেয়া-নেয়া সবই ঠিক ছিলো,,তারপরেও সম্পর্কটি ভেঙে গেলো। কারন ঐ ইনবক্স ! কি হয়েছিলো বলছি,,,

ছেলে --হাই !

মেয়ে --হ্যালো ।

ছেলে -- কি করছো ?

মেয়ে --এইতো,,আমার পেট (পালিত জন্তু pet )নিয়ে খেলছিলাম। তোমার পেট আছে ?

ছেলে --তাই !! হ্যা আমারও একটা পেট আছে।

মেয়ে --বাহ ! আগেতো বলোনি,,এক্ষুনি ছবি পাঠাও দেখবো ।

ছেলে পাঠিয়েছিলো উদোম গায়ের ভুঁড়িওয়ালা গোলগাল এক পেটের ছবি। ছবি দেখে মেয়েটি আর অবাক হওয়ার সময় নেয়নি,,,সোজা ব্লক করে দিয়েছিলো নব্য প্রেমিক বন্ধুটিকে। প্রেম আর পেট সহ-প্রেমিক হারিয়ে মেয়েটি স্ট্যাটাস দেয়াই বন্ধ করেদিলো ।

আমারও আছে এমন একটা বাক্স। প্রথম-প্রথম এই বাক্সটা চুপচাপই থাকতো,,দিনে দিনে বন্ধু-বান্ধবীর (এখানে বাপ-মা, ভাই-বোন সহ যাবতীয় আত্মীয়কে বন্ধুই বলা হয় )সংখ্যা যেমন বাড়তে থাকলো, তেমন ওটার মিউজিকও বেড়ে গেলো।ঐটা হয়ে গেলো মিউজিক বক্স। সারাক্ষন টুংটাং বাজা শুরুহলো। কি দিন-কি রাত টুংটাং আর থামেই না। শেষমেশ অনেক চেষ্টা তদবীরে বাক্সটা নিয়ন্ত্রনে আনতে পেরেছি।

আমি গান শুনতে ভালোবাসি,,নিজে গাইতে পারিনাতো তাই হয়তো একটু বেশিই শুনি। বেদনাময় গান থেকে দুরে থাকি,,গান শুনে যদি মন ভালোই না হয় তাহলে গান শুনে কি হবে,,,,সোনেলার সোনালী বন্ধুদের জন্যে রইলো প্রিয় গানের কিছু লাইন ......

'' ভালোবাসা ছাড়া আর আছে কি,
ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের
নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি...

0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ