গন্তব্য?

বোকা মানুষ ২৭ নভেম্বর ২০১৩, বুধবার, ১২:০৯:১১অপরাহ্ন গল্প, সাহিত্য ১০ মন্তব্য

রাত প্রায় দশটা। ছেলেটা দাঁড়িয়ে আছে ব্যস্ত এক ফ্লাইওভারে রেলিং এ হেলান দিয়ে। তীব্র গতিতে গাড়িগুলো হুস-হাস ছুটে যাচ্ছে তার গায়ে বাতাসের ঝাপটা দিয়ে।

 

প্রতিবার ছুটে চলা গাড়ির বাতাসের ঝাপটা লাগে, আর তার লোভ হয়। লোভ হয় কোনো একটা ছুটন্ত যন্ত্রদানবের সামনে হঠাৎ দাঁড়িয়ে যেতে। ইচ্ছে হয় ব্রেক চেপে ধরে চালকের প্রানপন কসরত দেখতে। তারপর তাকে চাপা দেয়ার ঠিক আগ মুহূর্তে চালকের মুখে ফুটে ওঠা অসহায় যন্ত্রনা বা আতঙ্ক কিংবা নির্বিকার ভাবটা হাসি মুখে দেখতে।

 

পা বাড়াতে গিয়েও পা টেনে নেয় সে। তার এখন কোনো একটা রেললাইনের পাশে যেতে হবে। সেখানেও হয়তোবা সে পা বাড়াতে গিয়েও পা টেনে নেবে। সে হাঁটতে থাকে রেল লাইনের খোঁজে, আর ভাবতে থাকে, কেন বাড়াইনি পা!

 

তার মনে হয়, দিতে চেয়েও দিতে না পারার যন্ত্রনাটা তার পা সামনে বাড়ায়। কিন্তু না দিতে পারা সেই ভালবাসা কোনও একদিন দিতে পারার আশাই আবার সে পা কে পেছনে টেনে নেয়।

 

সে হাঁটতে থাকে, আর ভাবতে থাকে, কোনও একদিন যদি আশাটা হেরে যায় যন্ত্রনার কাছে!? তবে সেদিনই কি দেখা মিলবে অজানা গন্তব্যের!?

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ