বিরোধীদলীয় নেতা  খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বদলীয় সরকারের প্রস্তাব নাকচ করে সাবেক দুই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের পাল্টা প্রস্তাব দিয়েছেন। তাঁর প্রস্তাব অনুযায়ী, একজন ‘সবার কাছে গ্রহণযোগ্য ও সম্মানিত নাগরিকের’ নেতৃত্বে ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের ২০ উপদেষ্টার মধ্য থেকে পাঁচজন পাঁচজন করে মোট ১০ জনকে নিয়ে এ সরকার হবে।

দেখা যাক এই প্রস্তাব কতটা বাস্তব সম্মত। সাবেক দুই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, তাঁরা ছিলেন মোট ১৮ জন। কারণ দুজন দুই সরকারেই ছিলেন। ওই ১৮ জনের মধ্যে চারজন বেঁচে নেই। জীবিতদের মধ্য থেকে কেউ কেউ নতুন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে রাজি হবেন না বলে গণমাধ্যমে জানিয়েছেন। কেউ কেউ অসুস্থ ।

তত্ত্বাবধায়ক সরকার-১৯৯৬ 

এই সরাকারের যারা ইন্তেকাল করেছেনঃ
১ / ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ
২ / অধ্যাপক শামসুল হক মারা গেছেন।

বর্তমানে যারা অসুস্থ আছেনঃ
১ / ড. নাজমা চৌধুরী
২ / গভর্নর সেগুফতা বখত চৌধুরী।

প্রস্তাবিত সরকারের দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেছেনঃ
১ / অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

অবসর জীবন যাপন করছেনঃ
১ / প্রধান উপদেষ্টা ছিলেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান
২ / সাবেক সচিব এ জেড এম নাসিরউদ্দিন

যারা কর্মক্ষম আছেনঃ
১ / ড. মুহাম্মদ ইউনূস
২ / মে. জে. (অব.) ডা. আবদুর রহমান খান (এ আর খান)
৩ / সৈয়দ মঞ্জুর এলাহী
৪ / ড. জামিলুর রেজা চৌধুরী

তত্ত্বাবধায়ক সরকার-২০০১ 

এই সরাকারের যারা ইন্তেকাল করেছেনঃ
১ / বিশিষ্ট আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদ ( ১৯৯৬ সরকারেও ছিলেন )
২ / বিচারপতি বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী
৩ / মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী।

প্রস্তাবিত সরকারের দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেছেনঃ
১ / এম হাফিজ উদ্দীন খান

অবসর জীবন যাপন করছেনঃ
১ / এই সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি লতিফুর রহমান।

যারা কর্মক্ষম আছেনঃ
১ / এ এস এম শাজাহান
২ / সৈয়দ মঞ্জুর এলাহী ( ১৯৯৬ সরকারেও ছিলেন )
৩ / ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক
৪ / রোকেয়া আফজাল রহমান
৫ /  আব্দুল মুয়ীদ চৌধুরী
৬ / প্রকৌশলী এ কে এম আমানুল ইসলাম চৌধুরী

বিশ্লেষণঃ
এই দুই সরকারের উপদেষ্টাদের মাঝ থেকে মৃত , অসুস্থ , দায়িত্ব পালনে অপরাগ এবং অবসর যাওয়া বাদ দিলে প্রস্তাবিত সরকারে থাকার মত আছেন ৯ জন ।

১ / ড. মুহাম্মদ ইউনূস
২ / মে. জে. (অব.) ডা. আবদুর রহমান খান (এ আর খান)
৩ / সৈয়দ মঞ্জুর এলাহী
৪ / ড. জামিলুর রেজা চৌধুরী
৫ / এ এস এম শাজাহান
৬ / ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক
৭ / রোকেয়া আফজাল রহমান
৮ /  আব্দুল মুয়ীদ চৌধুরী
৯ / প্রকৌশলী এ কে এম আমানুল ইসলাম চৌধুরী

প্রস্তাবিত সরকার হচ্ছে ১০ সদস্যের । কিন্তু দায়িত্ব পালনের জন্য আছেন ৯ জন। কিভাবে সম্ভব এই প্রস্তাব বাস্তবায়ন ?

 

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ