খণ্ডিতা

গোধূলি ১৪ জুন ২০১৩, শুক্রবার, ০৯:০৪:৩০অপরাহ্ন গল্প ২২ মন্তব্য

ট্রেনে ঢাকা ফিরছিলাম। নতুন গল্পের প্লট নিয়ে ভাবছিলাম। আমার কামরার সঙ্গীটি পঁচিশ-ছাব্বিশের এক তরুণী। শুনেছি, দুটি স্ত্রীলোক একজায়গায় থাকলে বেশিক্ষণ চুপ থাকতে পারে না। আমি চুপচাপ ছিলাম। আমার সাথের মেয়েটি চুপ থাকতে পারল না। ওর নাম 'অহনা'। 'জেরিন মির্জা' পরিচয় দিতেই বলে উঠল,"আপনার হাজব্যান্ডই কি ঐ ফ্রেঞ্চ ফটোগ্রাফার? নাম টা যেন কি?"

"আঁদ্রে পার্কিনস। এক্স-হাজব্যান্ড।"

"সরি, জানতাম না, যে-"

"না জানাটাই স্বাভাবিক। খুব বেশি বিখ্যাত হই নি যে এ খবর পত্রিকায় আসবে। অবাক হচ্ছি আমাকে চেনেন দেখে। বাজারে আমার বই খুব বেশি চলে নি।"

"একটা  সাপ্তাহিক ম্যাগাজিনের সাহিত্য পাতায় কলাম লিখতেন আপনি, বিভিন্ন গ্রন্থের সমালোচনা লিখতেন। রেগুলার পড়তাম।"

"ও আচ্ছা "

"I thought, you people ended like 'Happily ever after'।"

"There is no such thing. অজানার প্রতি মানুষের আকর্ষণ বরাবর। সেই অজানা-অচেনাকে জানা হয়ে গেলে, কৌতূহল-আগ্রহ ফুরিয়ে যায়, মধ্যকার অমিলের জন্য বিতৃষ্ণা হয়। একে তো ভিনদেশী, ভিনভাষী, তার উপর ভিনধর্মী। শুরুটা রুপকথা হলেও, শেষটা রুপকথা থাকেনি। এই উপমহাদেশের বলেই হয়ত মানিয়ে নিতে পারিনি ..."

"আপনার শুনেছি একটা ছেলে আছে "

"ওর নাম 'একুশ', যদিও বয়স একুশ হয় নি। এইতো এবার চারে পা দিল।"

"সুন্দর নাম। কোন ফ্রেঞ্চ নাম রাখেন নি?"

"না। বাংলা ভাষাই পরিপূর্ণ। ধার করবো কেন? ফ্রেঞ্চে 'ট' নেই, ইংলিশে 'ত' নেই, আরবিতে 'প','ধ' নেই, হিন্দিতে 'ঙগ' এর আধিক্য, বাংলায় তো সবই আছে ..."

"হুম, নতুন কিছু লিখছেন?"

"শুরু করি নি। প্লট নিয়ে ভাবছি ।"

"আমি একটা গল্প বলব,যদিও common স্টোরি? কিন্তু আমি মনে করি, কমন স্টোরিকে uncommon করার দায়িত্ব লেখকের।"

"ভাল বলেছেন। বলেন আপনার গল্প। একটা unhappy ending থাকলে ভাল হয়।"

"কেন?!" অবাক হয়ে অহনা জিজ্ঞেস করল।

"যদি happy ending এর জন্য ঘর না ছাড়তাম, তাহলে মৈত্রেয়ী দেবীর মতো জেরিন মির্জার জীবনেও 'ন হন্য তে' টাইপ কাহিনী হতো। unhappy ended story পাঠকের মনের মধ্যে happy endingএর আকাঙ্ক্ষা রেখে দেয়। পাঠক বারবার পড়ে, আর ভাবে,'আহা, কেন এমন হল?'। That's it."

"ending কেমন বলতে পারছি না।"

"ওকে। শুরু করুন।"

গল্পের বাকী অংশ পড়তে চলে আসুন বইমেলায়, সংগ্রহ করুন “অনুভূতি গেছে অভিসারে”।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ