কয়েক ফোঁটা অশ্রু!

নূর হোসেন ৩০ ডিসেম্বর ২০১৯, সোমবার, ০১:৩৯:০২অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

তুমি দেখতে পাওনি বলে
আমার অশ্রুজল গড়িয়ে পড়েছে-
তপ্ত বালুর বুকে, কংক্রিটে;
চুপি চুপি অতি গোপনে
নীল সমুদ্র জলে মিশে গেছে আমার কয়েক ফোঁটা অশ্রু!

তোমার বুকের মাঝে জমেছে বিষাদের পবিত্র পাথর,
আমার জন্য তা নয়-
জমেছে আঘাতের প্রতিদান দিতে আমার মত কারোর জন্য;
সে তো আমি নই তবুও কেন হেলা আমাকে?
উচিত জবাব না পাওয়াটা বড় লজ্জার-
যা তুমি ভুলে গেছো আত্মহংকারে।

নিখাঁদ ভালবাসার শর্ত নেই
বিভোর রাতে চুপি চুপি কথা আছে অল্প কিছু,
অতি সামন্য ঈষৎ সংক্ষিপ্ত;
তোমাকে হারানোর মত যথেষ্ট-
অথবা ফিরানোর জন্য পর্যাপ্ত,
আমার অশ্রু ঝরানোর ছোট ফন্দিটা
একদিন অনেক কাজে আসবে তোমার।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ