ক্ষুধা,

সঞ্জয় মালাকার ৮ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৯:৩১:৪০পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য
  • এ সমাজ এ যুগ, তোমায় দেখছি খুব কাছে থেকে
    কোথাও আশ্রয় পাইনি মাগো একটু ক্লান্তি বোঝাতে।
  • মাগো মরণ হাতে নিয়ে ঘুরি
    তোমায় ছেড়ে দূরে....
    গরম ধুয়া উঠবে মাগো
    আমার থালার ভাতে!
  • হাসি মুখে বলছি মাগো
    নেই যে কোন দুঃখ,
    মেঘলা দিন ছিলো মাগো
    রাস্তা ছিলো ফাঁকা
    ফুল গুলো আজ থাকবে মাগো
    শুভাষ গন্ধ হারা!
  • মাগো ট্রাফিকজ্যামে ঘুরে ঘুরে
    হাত বাড়ালাম বাবুর ধারে,
    তবু কারো হয়না দয়া
    কোন সমাজে মানুষ ওরা!
  • বলছি মাগো দাও না কুছি
    লাগছে মাগো বিষম ক্ষুধা।
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ