ক্ষরণ

ইঞ্জা ১৩ জুলাই ২০১৬, বুধবার, ১১:৩৬:৫১অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

প্রতিদিনের রুটিন ধরে নিজেকে ব্যস্ত রাখা
জীবনের অমোঘ নিয়ম হয়নিকো বাধা
সকাল থেকে বিকেল সন্ধে গাধার খাটুনী
তবুও মোর কেন জানিনে রজনী কাটেনি
অপেক্ষার প্রহর কাটে তোমারি স্বরণে
জানি কভু দেখা হবে নাকো হলেও মোর মরণে।

আষ্টেপৃষ্ঠে যারে বেঁধে ছিলে তুমি তোমারি জীবনে
জোর করে তাকে ফেলেই দিলে ময়লার ভাগাড়ে
হাচড়ে পাচড়ে উঠে আমি খুঁজি তোমায় মন
পরক্ষনেই বুঝতে পারি তোমার জন্য হয়েছে আজ
আমারই মরণ।

জিন্দা লাশের মত হেঁটে বেড়ায় আজ এই শরীর
ভূত নই ওগো এযে তোমার প্রেমেরও ফকির
যাকে তুমি খেয়েছিলে ছিড়ে খুঁড়ে
সেই এখন জিন্দা লাশ হয়ে ঘুরে।।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ