কোন এক নবীণা

কামরুল ইসলাম ৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১২:২৭:০৭অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

 

মরুর প্রান্তরে নগ্ন পায়ে হেঁটে যায়
আগুন্তক কোনো নবীণা .!!
প্রীতি বৃক্ষ দেখে ক্লান্ত দেহে দাঁড়ায়..
ছায়া কভু পায় না, ...............|

মরু মাঠে রুদ্র প্রখরে একা একা..
পদ্ম হাঁসি হেঁসে হেঁসে..
ছবি আঁকে,গায় গান ,আপন মনে..
প্রীতি বৃক্ষ তলে বসে..........!!

আজিকার ছবি গান,কোনো এক নবীণা
করে গেছে দান.........
বসন্তের আগমনে জাগাতে শাখা..
বৃক্ষের দেহে নব প্রাণ .. ..........|

মরু পথ ধরে হেঁটে চলেছে সে..
অচেনা কোনো দিগন্তে ..
রবি নিবে বিদায়,আঁধার নামিবে ধরায়..
দিবসের শেষান্তে... ...........|

প্রীতি বৃক্ষ তলায়,কোনো এক নবীণার
রয়েছে স্মৃতির অধ্যায়,
বৃক্ষে নাই পাতা,বসন্তের ফুল ফল গুঞ্জন
কেমনে তা শোভা পায়............|

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ