কে মরি কে বাঁচি

সঞ্জয় মালাকার ২ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ০৩:৩৪:২২পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

ঘৃণা দিয়ে কখনো হত্যা করা যায় না
আগুন নেবাতে যেমন পানির প্রয়োজন হয়,
ঘৃণা কে জয় করতে তেমনি ভালোবাসার...
🌹প্রয়োজন হয়🌹

রক্তমাখা রাজনীতি, করিস না আর র্দূনীতি
গরিব দুঃখী বাঁচতে চাই
সমাজের মুক্তি চাই!
না খেয়ে থাকব মোরা
যদি একটু শান্তি পাই।

কে মরে কে বাঁচে
ওদের কি যায় আসে
ওরা তো সুখেই আছে
শুধু নিরঅপরাধ মানুষ গুুলো মরে যায়।

বাঁচল কারা মন্ত্রী যারা
মরল ওরা গরীব যারা
কেনো এমন নীয়ম নীতি
বন্ধ করনা এইবার তরা।

তুমিও বাঁচ আমরাও বাঁচি
মিলে মিশে দেশটা গড়ি
ধর্ম যাই হোক শরীর এক
মুনিষত্ব বিবেক দ্বারা একটু চিন্তা করে দেখ।
(ধর্ম যার যার দেশটা সবার)
২/৭/২০১৬.

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ