কেউ একদিন

সিকদার সাদ রহমান ১৫ জুলাই ২০১৯, সোমবার, ১১:৩২:৫৪অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

 

কবিতা লিখতে লিখতে
একদিন বিলীন হয়ে যাবো
একদিন হারিয়ে যাব নীলিমায়।
কেউ একদিন আমাকে খুঁজবে
আমার কবিতায়, কিংবা ডায়েরির পাতায়।

একদিন হারিয়ে যাবো
নীল সাগড়ের দেশে
একদিন আমায় খুঁজতে গিয়ে
কেউ কুড়িয়ে আনবে ঝিনুক।

একদিন প্রজাপতির কাছে ডানা ধার চাইবো।
নীল আকাশে ডানা মেলে দেব।

একদিন শান্তির কলেবরে অশান্তির কাছে
চাইবো ক্ষমা। হার মেনে নিলাম।
তাও এ যাত্রা মুক্তি দাও।

একদিন মন মঞ্জিলের শেষ কামড়ায়
ছোট্ট বেলকনিতে লাগানো
জবা ফুলেও ঘ্রান বেরোবে।
লাল রক্তের ঘ্রান!

একদিন সাদা পংখিরাজ ঘোড়া আসবে,
আমায় উড়িয়ে নিতে।
আমি তার সাথে এ আসমান থেকে
ও আসমানে উড়ে বেড়াব।

একদিন আমায় খুঁজবে সবাই
নীল পদ্ম ফুলে,
নীল আসমানে
নীল জোৎসনায়
আর সব নীল বেদনায়।

একদিন সে ও আমায় মনে করবে।
তার ডায়েরির পাতায় পাতায়।
তার হস্তাক্ষর আর চোখের বিগলিত জলে।

 

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ