ইশ্ মেয়েটা আমার কত শুকিয়ে গেছে!
কোথায় মা? আমি তো এমনই , আটান্ন।
চোখের নিচে কালি জমেছে, রাতে ঘুমোসনি?
ওই অফিসের কাজ ছিল বলেই এমন লাগছে।
গাল দুটোও কেমন বসা বসা লাগছে;
আগে তো এতটা ছিলনা।
তুমি তো জানোই, ওটা বিউটিনেস
সুন্দরীদের গাল বসাই হয়।
আমি কত কষ্টে পেপসির বোতলে ফুঁ দিয়ে দিয়ে,
বুদবুদ তুলে শুকালাম; আর তুমি বলছ বসা।
গলার হাঁড়ও বেরিয়ে গেছে সুঁচালো হয়ে, সেটা?
ও ওতো বিউটিবোন, সকাল সন্ধে যোগব্যায়ামে হয়।
পাগুলোও কেমন চিকন লাগছে!
হাসালে মা, মেয়েদের চিকন পা, সৌন্দর্য।

তবুও আমার যেন কেমন লাগছে
খাওয়া দাওয়া ঠিক মত করিস,
অফিসে টিফিন ছাড়া যাসনে, নিজে বানিয়ে নিস মা
দুপুরে না খেলে এসিডিটি হয়।
ঘনঘন কফি খাবিনা কালো হয়ে যাবি, ক্ষুধামন্দা হবে।
রাত জেগে একদম কাজ করবি না, না ঘুমোলে আয়ু কমে।
আর ওসব ডায়েট- ফায়েট বাদ দে, মেয়েরা মোটাতেই সুন্দর।
রাতে মুরগির পাতলা ঝোলে ভাত মেখে খাবি;
তুইতো আবার হাতে তুলে ভালো খেতেও পারিসনা।

আমার সোনামা, আমি ঠিকই আছি
তুমিও তোমার খেয়াল রেখ, ওষুধ ঠিকমত খেও
বেশি চা একদম খাবেনা, রাত তিনটেয় কেউ চা খায়?
এইতো আর; ছুটি পেলেই আসব তোমার কাছে।
তোমার দেয়া কপালের চুমু ভীষন মিস্ করছি
একেবারে শোধ দিও কিন্তু?
আমার বাচ্চা আয় তারাতারি।
রাখলাম মা, বাই।

মা সেই সব বুঝতেই পারছ
কতবার বলেছি এত তারা কেন?
বিয়েটা কি খুব জরুরি ছিল?
তাও একজন ভুল মানুষের সাথে।
ভালো ছেলে ভালো ছেলে বলে মাথায় তুলে
একটু ভাবতেও দিলেনা, বোঝা হয়ে গেছিলাম তোমার।
এখন কাঁদছ, আমিও কাঁদব ঠিক যতদিন পারি
যেদিন পারবনা চলে আসব তোমার কাছে
আমার জন্য জায়গা রেখ!

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ