… কুর্চি এবং রোদ ছায়ার গল্প

নীলসাধু ২৬ নভেম্বর ২০১৩, মঙ্গলবার, ১২:৫১:২৬অপরাহ্ন কবিতা, বিবিধ, সাহিত্য ১৪ মন্তব্য

 

... রাতভর হিজল বনে গাঙ্গচিল পাখীটি খুব সুখে উড়েছিল!

আগুন আলিঙ্গনে ত্রস্ত হাতে খুলে দিয়েছিল তার খোঁপা! ব্লাউজের হুক ছিড়ে
খোলা বুকের সুবাস নিয়েছিল বালক অক্লেশে!
শেষরাতে মৌন ভালো লাগায় চাঁদ তিরতির কেপে উঠে! জারুলের নকশায় নাক ডুবায় কামুক প্রজাপতি!

জোছনা জড়ানো নিশিগন্ধা ফুলের রঙ মেখে
সে রাতেই বালক প্রথম
পুড়েছিল!

শিশির ভেজা সকালে কুর্চির পায়ের পাতায়
বালকের চুমুর দাগ দেখে এক ফালি রোদ! রোদের কাছে সে গল্প শুনে ছায়াদের দল মিটিমিটি হেসেছিল!
... কুর্চি এবং
রোদ ছায়ার গল্প

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ