তোমার নিকষ নাভিমূলে গুজে দেবো রক্তিম শিমুল!

নীলসাধু ২৭ ফেব্রুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ০১:২৪:৫৯অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৭ মন্তব্য

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উত্তরফাল্গুনী হাওয়ায়
আমের মুকুল, বাতাবী লেবুর কুঁড়ির মদির আবেশ!
ঐশ্বর্যলীলা মাধবী ফুলের গন্ধমাখা
ফাগুন রঙ্গা শাড়ি পড়া তোমাকে দেখে
ঘাসফুল
মাছরাঙা
নক্ষত্র ভরা আকাশ সহ
এই সন্ধ্যাকে থামিয়ে রেখেছি অযুত সময় ধরে!

চাঁদের বনে
আজ আমি ছদ্মবেশের বাতাস হব
স্পন্দিত জ্যোৎস্নার ঝিকিমিকি আলোয়
তোমার নিকষ নাভিমূলে গুজে দেবো রক্তিম শিমুল!

 

 

কাব্যগ্রন্থ: নির্বাসিত জোছনাদল
কবিতা: তোমার নিকষ নাভিমূলে গুজে দেবো রক্তিম শিমুল!
প্রথম প্রকাশ: একুশে গ্রন্থমেলা ২০১৪

 

 

অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমী প্রাঙ্গণের লিটল ম্যাগ চত্বরে  "এক রঙ্গা এক ঘুড়ি"র স্টলে কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে।
স্টল নাম্বার ২৫। এ ছাড়া রকমারি ডট কম থেকে অনলাইনে বইটি সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।
ছবিঃ
১। ইন্টারনেট। ২। নির্বাসিত জোছনা দল প্রচ্ছদ

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ