“কাল বিজ্ঞান”

রাসেল হাসান ১৮ জানুয়ারি ২০১৫, রবিবার, ০৪:০৯:০৯অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

হারিয়ে যাচ্ছে সময়,
ফুরিয়ে যাচ্ছে জীবন! ^:^

ঘুরছে ঘড়ির কাটা,
মাথার মগজ হচ্ছে ফাঁকা! -:-

ইন্টারনেটের যুগে,
মানুষ মরছে ধুঁকে ধুঁকে! :@

ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন
আজকাল অ্যান্ডরোয়েডের অ্যাপ্লিকেশন :D)

অজস্র নানান ওয়েবসাইট
যেনো হচ্ছে আজব ‪‎ফাইট‬! 🙁

একটানা তাকিয়ে থাকা,
চক্ষু নষ্ট হচ্ছে পাকা! 😮

ওরে অভিশপ্ত জীবন,
কে আনছে এমন ‪মরন‬! ;?

রাতের ঘুম নষ্ট করে,
পোলাপাইন ফেবু, ভাইবারেতে পিরিত করে! (3
.
মনে রেখো.. আধুনিক এ বিজ্ঞান.
সর্বনাশার আরেক নাম!! ^:^

মুরুব্বীরা কহে,
গুরুজন মিথ্যা বলে নহে! (y)

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ