কালো বিড়াল

কালের কঙ্কাল ১০ আগস্ট ২০১৪, রবিবার, ০২:৩১:৪৭পূর্বাহ্ন বিবিধ ১২ মন্তব্য

আজকাল মাঝরাতে প্রায়ই ঘুম ভেঙে যায়
অন্ধকারে ঝুলে থাকে হাত পা,
আর তখনই মাথার ভেতর লক্ষ কোটি ঝিঁ ঝিঁ পোকার
অসহ্য আর্তনাদ শুরু হয়ে যায়;
‘খট’ শব্দ হয় খাটের তলায়, চমকে তাকাই
শুধুই অন্ধকার !
অন্ধ এক কালো বিড়াল ঝাঁপিয়ে পড়ে মাথার উপর,
সারা শরীর জুরে তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে যায়;
আলো জ্বালাই
তবু ঘরের কোথাও খুঁজে পাই না তারে,
কিন্তু শরীরময় আঁচড়ের বিষ নিয়েই
বাকি রাতটুকু যন্ত্রণায় কাটে আমার।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ