কালি দাসের ফাঁকি

কামরুল ইসলাম ১ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১২:১০:৪৮অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

 

নবীণা
তোমাকে হয়নি বলা
জীবন থেকেই জীননের পথ চলা
ভুল করেও না যেন হয় ভুল
দুস্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল, মিথ্যে নয় এক চুল ।

নবীণা
শোন বলি
জীবন হরেক রকম ভালবাসার পদাবলি
কখনো পেয়ে সুখ, কখনো হারিয়ে
পাওয়া না পাওয়ার মাঝে জীবন যায় পেরিয়ে ।

নবীণা
কত কথা যে বাকী
কথার মাঝে কথাই দেয় ফাঁকি
ক্রোধ মোহের ভেড়াজালে
লোফে নেয় সব আড়ালে ।

নবীণা
অবচেতনে ও যেন না হয় ভুল
জীবন অনেক টা বাকী
কৃষ্ণ অভিসারি না যেন পারে দিতে
কালি দাসের ফাঁকি ।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ